কার্বোটাফ
কার্বোটাফ® ৫জি কি ?
কার্বোটাফ® ৫জি কার্বামেট জাতীয় বহুমুখী কার্যক্ষমতাসম্পন্ন একটি অন্তর্বাহী স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন দানাদার কীটনাশক ও নেমাটোডনাশক। এর প্রতি কেজিতে ৫০ গ্রাম সক্রিয় উপাদান কার্বোফুরান আছে যা ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গের বিরুদ্ধে নিশ্চিত কার্যকর। কার্বোটাফ® ৫জি ফসলকে মাটির নিচের ও উপরের পোকার আক্রমণ থেকে রক্ষা করে।
কার্বোটাফ® ৫জি কেন ব্যবহার করবেন ?
- কার্বোটাফ® ৫জি খুব সহজে কোন যন্ত্রপাতি ছাড়াই হাত মোজা (Hand gloves) পরে বা পলিথিন জড়িয়ে হাত দিয়ে ছিটানো যায়।
- কার্বোটাফ® ৫জি এর দানা ভেজার মত সামান্য পানি জমিতে থাকলেই তা কার্যকরী হয়ে উঠে।
- যে সমস্ত কীটপতঙ্গ উদ্ভিদের বিভিন্ন অংশ বা রস খেয়ে বেঁচে থাকে, কার্বোটাফ® ৫জি শুধু সেসব কীটপতঙ্গ দমন করে, তাই কার্বোটাফ® ৫জি উপকারী পোকার কোন ক্ষতি করে না।
- কার্বোটাফ® ৫জি জমিতে প্রয়োগ করার পর মাটির সঙ্গে মিশে যায় এবং অন্তর্বাহী কার্যকারিতার ফলে শিকড়ের মাধ্যমে গাছের শাখাপ্রশাখা ও পাতায় প্রবেশ করে। ফলে ক্ষতিকারক পোকা গাছে আক্রমণ করার পর মারা যায়।
- কার্বোটাফ® ৫জি ব্যবহারের ফলে গাছের শিকড়ের বৃদ্ধি ঘটে, গাছ লম্বা ও পাতা চওড়া হয় এবং ধানের কুশি বেশি হয়। তাই কার্বোটাফ® ৫জি পোকা দমনের সাথে সাথে ফলন বৃদ্ধিতেও সাহায্য করে।
ব্যবহারবিধি:
ধান : ধানের ক্ষেতে হলদে মাজরা পোকা ও বাদামী গাছ ফড়িংয়ের আক্রমণ দেখা দিলে পোকা দমনের জন্য উপরোল্লিখিত মাত্রায় প্রয়োগ করতে হবে। যেহেতু দানাদার তাই দানা ভেজানোর জন্য জমিতে পরিমিত পানি/রস থাকতে হবে বা প্রয়োজনে সেচ দিতে হবে।
ইক্ষু : কার্বোটাফ® ৫জি প্রথমবার ইক্ষুর বীজখণ্ড/সেট লাগানোর সময় উপরোল্লিখিত মাত্রায় নালায় প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। দ্বিতীয়বার মার্চ-এপ্রিল মাসে পোকার প্রাদুর্ভাবের উপর নির্ভর করে একই মাত্রায় দিতে হবে। ইক্ষুর সারির উভয় পাশে অগভীর নালায় এবং গাছের গোড়ার কাছাকাছি কার্বোটাফ® ৫জি প্রয়োগ করে কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জমিতে প্রয়োজনীয় রস না থাকলে সেচ দিতে হবে।
চা: চা এর ক্ষেত্রে উপরোল্লিখিত মাত্রায় চা গাছের গোড়ায় প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দিন। কার্বোটাফ® ৫জি দানা দ্রবীভ‚ত হওয়ার জন্য জমিতে পর্যাপ্ত রস থাকতে হবে।
রেজিস্ট্রেশন নং: এপি-৮১৯
প্যাকিং সাইজ: ২ কেজি, ১ কেজি ও ৫০০ গ্রাম
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
প্রয়োগমাত্রা :
ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
---|---|---|---|---|
ধান | বাদামী গাছ ফড়িং, মাজরা পোকা | ১০ কেজি/ হেক্টর | ৪ কেজি | ২০০ গ্রাম |
ইক্ষু | সাদা কীড়া বা হোয়াইট গ্রাব, আগাম মাজরা পোকা |
২ কেজি এ আই/ হেক্টর | ১৬ কেজি | ৮০০ গ্রাম |
চা | নেমাটোড | ১৬৫ গ্রাম/ ঘনমিটার |